• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

বিরলে দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৪  

বিরল উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৯৬টি দূর্গা পূজা মন্ডপের সভাপতি/সম্পাদক এর সাথে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, ২০ বীর সেনা ব্যাটালিয়ন ক্যাপ্টেন এহসান আহমেদ, অফিসার ইনচার্জ আবদুস ছবুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুবল রায়। পূজা উদযাপন পরিষদের নেতা আলেন চন্দ্র রায় এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওঃ মোঃ আবদুর রশীদ, সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার), উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মানিক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে উপজেলার ৯৬ টি দূর্গা পূজা মন্ডপের প্রত্যেকটিতে নগদ ২০ হাজার টাকা করে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশাসহ অন্যান্য অতিথিবৃন্দ।