• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কাহারোলে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতের কাজ সমাপ্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের কাহারোল উপজেলায় ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন মেরামতের ২০১৮-২০১৯ অর্থ বছরের কাজ ৩০জুন সমাপ্ত হয়েছে। কাহারোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ে স্কুল লেভেল ইনপ্রুভমেন্ট স্লিপ ১০টি বিদ্যালয় ৭০ হাজার টাকা করে বরাদ্দ।

১১০টি বিদ্যালয়ে ৫০ হাজার টাকা করে বরাদ্দ বিভিন্ন  , ৬৮টি বিদ্যালয়ে ৪০ হাজার টাকায় ক্ষুদ্র মেরামত, চেয়ার, টেবিল, আলমিরা, বিদ্যুৎ। ২৪টি প্রতিষ্ঠানে ২ লক্ষ টাকা করে রং, সাজসজ্জা, পানির লাইন,ওয়েরিং, ফ্যান, বিদ্যুৎ সংযোগ ও বিভিন্ন ধরণের মেরামত। তাছাড়া ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে ১লক্ষ ৫০ হাজার টাকা করে বরাদ্দের মাধ্যমে ক্ষুদ্র মেরামত খাতে এ বরাদ্দ দেওয়া হয়। গত ৩০জুন,২০১৯বিল-ভাউচার জমা দিয়ে বিল উত্তোলন করেন স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সকল কাজ-কর্ম দেখাশোনা করেন।  

শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ রায় ও বনোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা আকতার জানান, আমরা অফিসের নির্দেশনা অনুযায়ী স্কুলের কাজ করেছি। পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম জানান, আমার স্কুলে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। প্রাক্কলন অনুযায়ী কাজ করেছি। 

উপজেলা শিক্ষা কমিটির নির্দেশনা মোতাবেক এল,জি,ই,ডি প্রাক্কলন তৈরী করেন এবং ৩০ জুনের মধ্যে সমুদয় সংশ্লিষ্ট বিদ্যালয়ে পরিচালনা কমিটির রেজুলেশনসহ বিল ভাউচার করে সংশ্লিষ্ট অফিসে জমা দেন। এরপর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এল,জি,ই,ডি) প্রতিনিধি বিদ্যালয়ে গিয়ে পরিদর্শন শেষে কাজের উপর প্রতিবেদন দেন । সেই প্রতিবেদনের উপর শিক্ষা কর্মকর্তা ও সহকারি শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ে গিয়ে  কাজের অগ্রগতি দেখে মান যাচাই বাছাই করে বিল প্রদান করেন। 

ক্ষুদ্র মেরামত, স্লিপ, রুটিন, মেইটেন্সেসের যাবতীয় কাজ সঠিক হয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকগণ জানান। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান  জানান, ক্ষুদ্র মেরামত, স্লিপ, রুটিন, মেইটেন্সেসের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা  হয়েছে। গতকাল আমাদের প্রতিনিধি বিভিন্ন বিদ্যালয়ে দেখেন এবং কাজের মান সম্পর্কে এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হলে তারা জানান, স্কুলের স্লিপ ও মেরামতের কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এলাকাবাসী আরো জানান, ইতিপূর্বে এত সুন্দর কাজ হয়নি।