• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে মনিটরিং করা হচ্ছে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর মো. মাহবুবুল হক। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে পেঁয়াজের বাজার সম্পর্কে খোঁজখবর নেন। 

এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ, ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌরমেয়র জামিল হোসেন চলন্তসহ বন্দরের বিভিন্ন আমদানিকারকসহ খুচরা ও পাইকারী বিক্রেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি বন্দরের পেঁয়াজের মোকামগুলো ঘুরে দেখেন। 

যুগ্ম সচিব নুর মো. মাহবুবুল হক বলেন, পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় মনিটরিং করছে।