• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুর আদালতে তুচ্ছ ঘটনায় বিচার কার্যক্রম বন্ধ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবি ও পেষকারের বাকবিতন্ডতা এবং আইনজীবী হাতে পেষাকার লাঞ্চিত হওয়ার ঘটনায় বিচার কার্যক্রম  বন্ধ রয়েছে এ নিয়ে দিনাজপুর আদালত পাড়ায় চাপা উত্তেজনা চলছে।  

দিনাজপুর আইনজীবি সমিতির সদস্য তোফাজ্জল হোসেন লিটন ও দিনাজপুর যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত-১ ও স্পেশাল ট্রাইবুনালের-৫এর ব্রেঞ্জ সহকারী (পেশকার) ফরিদ হোসেন এর সাথে মামলা সংক্রান্ত নথিপত্র চাওয়া নিয়ে বুধবার দুপুরে বাকবিতন্ডার ঘটে।

এক পর্যায়ে ওই আইনজীবী শারিরীকভাবে লাঞ্চিত করে ব্রেঞ্চ সহকারী ফরিদ হোসেনকে এ ঘটনায় আদালত কক্ষ বন্ধ করে দেয় ব্রেঞ্চ সহকারী ফরিদ হোসেনের সহর্কমীরা। এরই মধ্যে আইনজীবিরা একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদ জানায়। পাল্টা-পাল্টি মিছিল ও প্রতিবাদ সভা করে উভয়পক্ষ।

এ ঘটনা পর বিচার কার্যক্রম বন্ধ করে দেয় বিচার র্কাযে জড়িত কর্মচারীরা। বর্তমানে আদালতের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে এ নিয়ে দিনাজপুর আদালত পাড়ায় চাপা উত্তজেনা চলছে।   

এতে দুর দুরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা বিপাকে পড়েছে।