• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

জয়ের ব্যাপারে আশাবাদী সাদ এরশাদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এরশাদ পুত্র সাদ এরশাদ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি আজ সকালে রংপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরতে এসে সাংবাদিকদের এ কথা বলেন। 

সাদ এরশাদ সাংবাদিকদের প্রশ্নের উওরে বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়ছে। আমার বাবার মত আমার সাথেও রংপুরের সাধারণ জনগণ আছে সেহেতু আমি জয়ের ব্যাপারে আশাবাদী। 

বিএনপি’র প্রার্থী রিটা রহমানের অভিযোগ মিথ্যা দাবী করে এরশাদ পুত্র বলেন, অন্য প্রার্থীরা তাদের পরাজয় বুঝতে পেয়ে নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের গত ১৪ জুলাই মৃত্যুর পর গত ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। আজ শনিবার এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৯ টায় ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে এ ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেলে ৫ টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোট গ্রহণ চলবে।  

উল্লেখ্য, নির্বাচনে এরশাদ পুত্র সাদ এরশাদ লাঙ্গল প্রতিক, বিএনপি’র প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতিক, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি প্রতিক, এনপিপি’র শফিউল আলম আম প্রতিক, গণফ্রন্টের কাজী মাঃ শহীদুল্লাহ মাছ প্রতিক এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে নির্বাচন করছেন।