• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কালভার্টের রেলিং ভেঙে সড়ক সংস্কার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউপির নওদাবশ গ্রামের কাঁচা সড়ক। বৃষ্টিতে এ সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। জনপ্রতিনিধিদের বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই কালভার্টের রেলিং ভেঙে সড়কটি সংস্কারের চেষ্টা করেছে এলাকাবাসী।

উপজেলার শাহবাজার থেকে খড়িবাজার যাওয়ার ৩-৪ কিলোমিটার কাঁচা সড়কটির মাঝখানে কালভার্টটি রয়েছে। এর দুই পাশে আড়াই ফুট উঁচু ও ৩০ ফুট দৈর্ঘের রেলিং ছিল। বর্তমানে কালভার্টটির রেলিংগুলো নেই।

সপ্তাহখানেক আগে স্থানীয় দুলাল হোসেন, বেলাল হোসেন, শাহজালাল মিয়া, নাজমুল হোসেনসহ কয়েকজন কালভার্টের রেলিং ভেঙে পাশে একটি কাঁচা সড়কে ফেলেন।

স্থানীয় মাজেদা বেগম ও লাইলি বেগম জানান, কালভার্টের রেলিংয়ে বসে এলাকাবাসী বিশ্রাম নিতো। কাঁচা সড়কটি ঠিক না করায় এমন হয়েছে বলে জানান তারা।

অভিযুক্ত দুলাল হোসেন বলেন, রেলিংয়ের কিছু অংশ আগেই ভাঙা হয়। পরে অবশিষ্ট অংশ ভেঙে কাঁচা সড়কে ফেলেছি।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান দুলু বলেন, কালভার্টটি অনেক পুরনো। তাই অনেকেই রেলিং ভেঙে নিয়ে গেছে। এটি ঠিক করেনি। এ বিষয়ে অভিযুক্তদের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

মিজানুর রহমান আরো বলেন, সড়কটি সংস্কারে মাটি ভরাটের চেষ্টা করেও বিপাকে পড়েছি। এলাকাবাসী মাটি না দেয়ায় সংস্কার করা সম্ভব হয়নি।