• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

রংপুর সদর আসনের ১০১ কেন্দ্রের ফলাফল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

রংপুর সদর-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা।

শনিবার (৫ অক্টোবর) সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। ১৭৫টি কেন্দ্রে এ ভোটগ্রহণ করা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)এ ভোট অনুষ্ঠিত হওয়ায় দ্রুত ফলাফল পাওয়া যাবে।

এখন পরযন্ত ১০১ টি কেন্দ্রের ফলাফল এসে পৌছেছে। মোট কেন্দ্র ১৭৫, প্রাপ্ত ফলাফল: ১০১

লাঙ্গল প্রতীক পেয়েছে- ৩২৪৭৬ ভোট।
ধানের শীষ – ৯০৯২ টি।
মটরগাড়ী- ৮৮০৩ টি।

১৭৫টি কেন্দ্রের মধ্যে রংপুর মহনগরের ৪০টি ও সদর উপজেলায় নয়টি। মোট ১ হাজার ২৩টি গোপন কক্ষে ভোটগ্রহণ করা হয়েছে। এ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ, বিএনপির প্রার্থী ছিলেন রিটা রহমান ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার হেভিওয়েট প্রার্থী।