• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

`দেশে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে জনগণ`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের মহা উৎসব সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরাপত্তার বেষ্টনীতে সম্পন্ন হওয়ার জন্য দিনাজপুর -৩ আসনের সাংসদ হুইপ ইকবালুর রহিম নিজেই মাঠে নেমেছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং খোজ খবর নিচ্ছেন ও আর্থিক সহায়তা করছেন। সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহীনিকে দায়িত্ব পালনে সতর্ক রাখছেন। শারদীয় দুর্গোৎসব’১৯ উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে হুইপ ইকবালর রহিম বলেন, ধর্ম নিরপেক্ষতা এ দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে ধর্মীয় উৎসব পালন করবেন এ চ্যালেঞ্জ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ভয়ভীতির মধ্যে সদর উপজেলায় গুটি কয়েক পূজা মণ্ডপে পূজা হতো। কিন্তু এবার ১৬২টি পূজা মণ্ডপ হয়েছে এই সদর উপজেলায়। সারা বাংলাদেশে হাজার হাজার পূজা মণ্ডপে এ উৎসব হচ্ছে। সকলেই এ উৎসব পালন করছে। ভয়ভীতি আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে পালনে মহাপরিকল্পনা নিয়েছেন। আর তারই সুবিধা ভোগ করছে সকল ধর্মের মানুষ।   

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম ফিরোজ, জেলা পূজা উদযাপন পরিষদ ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, হিন্দু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, রায়সাহেব দেবত্তর স্টেটের এজেন্ট চিত্ত ঘোষ, ইউপি চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, জিয়াউর রহমান জিয়াসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।