• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

হিলি সীমান্তে দুই বাংলার মিলন মেলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

সীমান্তের শুন্য আঙ্গিঁনায় কাঁটা তারের বেড়ায় দু’দেশের সীমান্তবাসীদের বিভাজন করলেও বাঙ্গালীর ভলোবাসার টানে হিলি সীমান্তে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসবের মিলন মেলা। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে পূজোর আদলে প্রানবন্দ হয়ে উঠেছে হিলি সীমান্তের জিরোপয়েন্ট। 

সার্বজনীন দুর্গাপূজোকে ঘিরে হিলি সীমান্তের চেকপোষ্ট (জিরোপয়েন্ট) এলাকায় বইছে এখন উৎসবের মাতন। দু’দেশের সজনদের সাথে পূজোর আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিদিনই যেনো কমতি নেই দর্শনাথীদের উপচেপড়া ভীড়।    

ইচ্ছে থাকলেও ভিসা জটিলতার কারনে ভারতে যেতে না পেরে আক্ষেপের যেনো শেষ নেই দর্শনার্থীদের। সীমান্ত অতিক্রম করতে না পারলেও অনেকে নিজের স্মৃতি ধরে রাখতে অনেক ছবি তুলে স্বাক্ষী রাখছেন শুন্য রেখাতে। এবার পূজোতে পাসপোর্ট যাত্রী পারাপার বেড়েছে তিনগুন।