• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

রংপুরে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

রংপুরে দুই মাথা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে। জন্মের এক ঘণ্টা পর শিশুটি মারা যায়। চিকিৎসকের ভাষায় এ ধরনের শিশুকে 'জয়েন্ট কুইন বেবি' বলা হয়।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

জানা গেছে, গঙ্গাচড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মনোয়ারুল ইসলামের স্ত্রী মোহসিনা বেগম গত রোববার (৬ অক্টোবর) রাতে প্রসব যন্ত্রণা নিয়ে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ব্যথা বেশি হলে হাসপাতালের কনসালটেন্ট গাইনি বিশেষজ্ঞ নভেরা ইসলাম অস্ত্রোপচারের মাধ্যমে মোহসিনার গর্ভ থেকে অদ্ভুত এ শিশুকে বের করেন।

এটি মনোয়ারুল-মোহসিনা দম্পতির দ্বিতীয় সন্তান।

এদিকে, এ শিশুর জন্মের সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ভিড় করে। শিশুটি জন্মের এক ঘণ্টা পর মারা যায়।

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তৌহিদুর রহমান জানান, সোমবার দুপুরে অস্ত্রোপচারের এক ঘণ্টা পর এই নবজাতকের মৃত্যু হয়। নবজাতক শিশুটি মারা গেলেও প্রসূতি মা সুস্থ রয়েছেন।