• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

দুর্গাপূজায় যানজট নিরসনে সৈয়দপুর শহরের সুভার স্বেচ্ছাসেবক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯  

শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে মানুষের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে, যানজট নিরসন ও নিরাপত্তা ব্যবস্থায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের সুভার স্বেচ্ছাসেবকরা অংশ নিয়েছিলেন।

সৈয়দপর শহরের সবচেয় বড় পূজামন্ডপ বসে, ব্যস্ততম সড়ক বঙ্গবন্ধু সড়কের সিটি ট্রেডার্সে ও শহীদ তুলশীলাম সড়কের নোয়াতে। শহরের প্রধান ও ব্যস্ততম সড়কের পাশে শারদীয় দুর্গোৎসবের আয়োজন হওয়ায়, সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে গত ৫, ৬ ও ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী হতে নবমী পর্যন্ত, ৩ দিন ওই পুজা মন্ডপের সামনে স্বেচ্ছাশ্রমে যানজট নিরসনে অংশ নেয় সৈয়দপুর ইউনাইটেড ভলেন্টিয়ার্স এসোসিয়েশন ‘সুভা’র সদস্যরা।

শহরের ওই দুই ব্যস্ততম পয়েন্টে, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারে, সে জন্য সুভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেছে। গায়ে সুভার ড্রেস পড়ে কেউ যানবাহন চলাচলে সঠিক দিক নির্দেশনা দিচ্ছিল, কেউ যানবাহনগুলোকে লাইন করে দিচ্ছিল, কেউ বয়স্কদের রাস্তা পারাপারে সহায়তা করেছে, আবার কেউবা গেটে দাঁড়িয়ে সার্বিক নিরাপত্তায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে। এভাবে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুভার সদস্যরা কাজ করে গেছে। ওইসব গুরুত্বপূর্ণ পয়েন্টে চালকরা বিভিন্ন যানবাহন বিশৃঙ্খলভাবে গ্যারেজ করার চেষ্টা করলেই বাধা দিয়েছেন তারা। এছাড়াও ওই পূজা মন্ডপের বিভিন্ন দোকানের সামনে সিএনজি, ভ্যান, রিক্সা প্রবেশ করতে চাইলে তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে। একই সাথে আগত যাত্রীরা যাতে নির্বিঘ্নে পরিদর্শন ও রাস্তা পারাপার করতে পারে, সেজন্য এক একজন সদস্য তাদের পারাপারে সহায়তা করেছে।

সুভার সদস্য সুলতান, সাজু, আরিফ, হিরা জানান, সৈয়দপুর পৌর শহরের এই দুই পয়েন্ট খুবই ব্যস্ততম পয়েন্ট। আর পূজার সময় এখানকার ব্যস্ততা যেনো দ্বিগুন হয়ে ওঠে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারে, তাই আমরা স্বেচ্ছায় ওই দুই পয়েন্টে গত তিন থেকে যানজট নিরসনে ও সার্বিক নিরাপত্তায় কাজ করেছি। যাতে যানজটের কারনে আগতদের ভোগান্তি পোহাতে না হয়।

সুভার অপর সদস্য নওশাদ আনসারী, আলমগীর, রফিক, সোহেল, ফয়সাল জানান, প্রতিবছর পুজার সময় এখানে যানজট বেড়ে যায়। তাই এবারই প্রথম আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত সুভার ১৬ জন সদস্য, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যানজট নিরসনে কাজ করেছি। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত আমরা স্বেচ্ছায় সেখানে শ্রম দেই।

তাদের এই কাজে সার্বিক সহযোগিতা করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব পরিমল কুমার সরকার।

শান্তিপূর্ণভাবে পুজা উদযাপনে স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসা এসব যুবকদের কাজে খুশি সনাতন ধর্মাবলম্বীরাও। সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশিল সমাজও।