• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

শেফালী রানী রায়ঃ একজন সুনিপুণ পুঁথির কারিগর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

বীরগঞ্জে পুঁথি কারিগর শেফালী রানী রায় পুঁথি দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে বিক্রি করেন বাজারে। গড়ে তুলেছেন নিজেকে স্বাবলম্বী হিসাবে।

দেশের বিভিন্ন স্থানে সুনিপুণ পুঁথি কারিগর দেখা যায়। ঠিক তেমনি একজন কারিগর বীরগঞ্জের শেফালী রানী রায়। সে দীর্ঘ দিন ধরে এই পেশায় নিয়োজিত রয়েছেন। শারদীয় দুর্গাপূজার নবমীতে পৌর শহরের মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত দুর্গা মন্ডপে দেখা যায়, টেবিলের উপরে সুনিপুণভাবে পুঁথি দিয়ে টিসু বক্স, ফুল, কলা, আনারস, পুতুল, গোলাপফুল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছেন পৌর শহরের সেন্টারপাড়ার শেফালী রানী রায়।

এ সময় তিনি বলেন, আমি প্রায় কয়েক বছর থেকে পুঁথি দিয়ে বিভিন্ন পণ্য তৈরী করতেছি। বীরগঞ্জে একটি দোকান দেওয়ার পরিকল্পনা আছে। এখন সুনিপুণ পুঁথি তৈরী অডার পেলে বাসাতেই বসে করতেছি। তাতে করে আমার সংসার ভালোই যাচ্ছে।

উল্লেখ্য যে, আপনার ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিতে পুঁথি কারুপণ্যের কোন বিকল্প নেই।