• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

জেনেভা ক্যাম্প সংঘর্ষঃ গণ-গ্রেফতারের প্রতিবাদে রংপুরে মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

ঢাকার জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে ৫ অক্টোবরের পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুরের অবাঙ্গালীরা। দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন এস.পি.জি.আর.সি রংপুর শাখা। এস.পি.জি.আর.সি রংপুর শাখার সভাপতি মাহামদ আনছারীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন রংপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সরফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ নাসিম, দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব হোসেন, ৩নং ইস্পাহানী ক্যাম্প চেয়ারম্যান খুরশিদ আলম, সেক্রেটারী আব্দুল খালেক ও ২নং ইস্পাহানী ক্যাম্প সদস্য মোঃ জসিম।

এ সময় বক্তারা, ক্যাম্পবাসির উপর দায়ের করা ও পুলিশি পাহারা প্রত্যাহার, পুনরায় ক্যাম্পে বিদ্যুৎ সরবরাহ, জেনেভা ক্যাম্পে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করা এবং বাংলাদেশ অবাঙ্গালী ক্যাম্প সমূহের উচ্ছেদ বন্ধ করার দাবী জানান।