• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

আজ শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার কথা বুয়েটের ভিসির

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার বিকেল পাঁচটায় আলোচনায় বসছেন বুয়েট ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের কয়েক দফা দাবির মধ্যে ভিসি স্যারের জবাবদিহির বিষয়টি রয়েছে। শিক্ষার্থীদের সব প্রশ্নের জবাব দিতে শুক্রবার বিকেল ৫টায় তাদের সঙ্গে বৈঠক করার প্রস্তাব পাঠানো হয়েছে। বুয়েটের একজন শিক্ষকের মাধ্যমে এ প্রস্তাব শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি রয়েছে, সেগুলো বুয়েট প্রশাসন কীভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ আলোচনার মাধ্যমে বুয়েটের চলমান অস্থির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকালে বুয়েট শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে কথা বলার জন্য শুক্রবার দুপুরে ২টা পর্যন্ত সময় বেধে দিয়েছিল শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে ভিসি এসে দেখা না করলে বুয়েটের সব ভবনে তালা মেরে দেয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা।

৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নাম্বার কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় এরইমধ্যেই ১২ আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের  মধ্যে ১০ জনকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের কাছে আবরার হত্যাসহ চলমান পরিস্থিতির বিষয়ে জবাবদিহিতা চেয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর দুইটার মধ্যে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে ভিসিকে জবাবদিহি করতে বলা হয়। নতুবা প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে তারা।

এর আগে, বেলা ১১টার দিকে ক্যাম্পাসের শহিদ মিনারে জড়ো হতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচার চেয়ে ১০ দফা দাবি পুনর্ব্যক্ত করেন তারা।

শিক্ষার্থীরা জানায়, ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা। সুতরাং প্রশাসনের উচিত হবে যথাসময়ে তাদের দাবির বিষয়ে সহমত জানানো। অন্যথায় তারা ভর্তি পরীক্ষা হতে দিবে না।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আন্দোলন করছি। কিন্তু বুয়েট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো কিছু জানায়নি।

এসময় আবরারের বাড়িতে ঘটে যাওয়া ঘটনারও নিন্দা জানিয়েছেন শিক্ষার্থীরা।