• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

তরুণরাই ডিজিটাল বাংলাদেশের চালিকাশক্তি: বললেন কৃষিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২০  

কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক বলেছেন, তরুণরাই উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশের চালিকাশক্তি। তাই তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত ও দেশপ্রেমে জাগ্রত হতে হবে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে সেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের হাট’ আয়োজিত তারুণ্যের উৎসব’র উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এজন্য সরকার পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্ব দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তরুণের হাট’র উপদেষ্টা রাসেল আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী, ধনবাড়ীর ইউএনও আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।