• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আলজেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত রাবাহ লার্বি।


রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সঙ্গে রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী উভয়ই নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে বিশেষত ঢাকায় নতুন আলজেরিয়ান মিশন অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা ২০১৬ সাল থেকে আলজেরিয়ার আবাসিক কূটনৈতিক মিশন পুনরায় খোলার বিষয়ে আলজেরিয়ান সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন।
এর আগে রাষ্ট্রদূত রাবাহ লার্বি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর কাছে তার পরিচয় পত্র পেশ করেছেন।