• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

করোনা ভাইরাস: গুজবে কান না দেয়ারও আহ্বান সেব্রিনার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

চীন বা সিঙ্গাপুর ফেরত মানেই করোনা আক্রান্ত নন। এ সময় মানুষকে গুজবে কান না দেয়ারও আহ্বান জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক সেব্রিনা মীরজাদী ফ্লোরা। সোমবার করোনাভাইরাস নিয়ে আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সেব্রিনা ফ্লোরা জানান, এখন পর্যন্ত ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া চীন ফেরত আরো তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যারা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে। দ্রুতই এই পরীক্ষার ফল জানা যাবে।

হজক্যাম্প থেকে বাড়ি ফেরা ৩১২ বাংলাদেশি এখন পর্যন্ত সুস্থ আছেন। একইসঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া চীন ও সিঙ্গাপুরে যাওয়া নিরুৎসাহিত করছে সরকার।

পরিশেষে শ্বাসতন্ত্রে সংক্রমণ প্রতিরোধে করণীয় কিছু তথ্য দিয়েছেন আইইডিসিআর পরিচালক। 

তিনি বলেন, নিয়মিত ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে। মনে রাখতে হবে অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবো না। এছাড়া শ্বাসতন্ত্রে সংক্রমণে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলবো। আমরা আমাদের জীবন আচরণকে পরিবর্তন করলে করোনা প্রতিরোধ হবে।