• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৯ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

বাজেটে যে ৪ নতুন খাতে সুখবর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৪ জুন ২০১৯  

২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২৩৪ কোটি ৫০ লাখ টাকা চারটি নতুন খাতে বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে নদী ভাঙা অসহায় মানুষদের জন্য সুখবর আসছে। 
এগুলো হচ্ছে- নদী ভাঙা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ কোটি টাকা, দরিদ্র মানুষদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খাতে ৬৪ কোটি ৫০ লাখ টাকা, গবেষণা ও উন্নয়ন খাতে ৫০ কোটি টাকা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব প্রস্তাব দেন। 

এ সময় অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে নদী ভাঙনে বসতবাড়ি, জনপদ, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার প্রভৃতি বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ সর্বস্ব হারিয়েছেন।