• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৯ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

প্রতিবন্ধীদের নিয়োগ দিলেই কর রেয়াত: অর্থমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ জুন ২০১৯  

এবারের বাজেটে সামাজিক কল্যাণ খাতে আলাদা দৃষ্টি দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করতে গিয়ে জানান, কোন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়োগ দিলেই তাদের কর রেয়াত করা হবে। 

অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য আমাদের সরকার অনেক কাজ করছে। আয়করেও আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। একটি হিসাবে দেখা গেছে আমাদের দেশের মোট জনসংখ্যর প্রায় ১০ শতাংশ কোনো না কোনো প্রতিবন্ধী। এ বিবেচনায় কোনো প্রতিষ্ঠান এর মোট জনবলের ১০ শতাংশ প্রতিবন্ধী নিয়োগ দিলে প্রতিষ্ঠানটির ৫ শতাংশ কর রেয়াত প্রদানের প্রস্তাব করছি।

তিনি বলেন, গত বছর চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের যাতায়াত ও সেবা গ্রহণে বিশেষ সুবিধার ব্যবস্থা না রাখলে অতিরিক্ত ৫ শতাংশ হারে আয়কর আরোপের বিধান রাখা হয়েছিল। এ বছরে এর আওতা বাড়িয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও এনজিওতে এ বিধান আরোপের প্রস্তাব করছি। তবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যাতে সুবিধা স্থাপনের প্রয়োজনীয় সময় পায় সেদিকে লক্ষ্য রেখে ২০২০-২১ কর বছর হতে নতুন আওতাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ বিধান কর্যকর হবে।