• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৯ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব শিক্ষা ও প্রযুক্তি খাতে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ জুন ২০১৯  

আগামী অর্থবছরের জন্য খাত হিসাবে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। শতকরা হিসাবে মোট বাজেটের ১৫ দশমিক ২ শতাংশ প্রস্তাব করা হয়েছে এ দুই খাতে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট পেশের এক পর্যায়ে অর্থমন্ত্রী বক্তব্য দিতে অসুস্থবোধ করায় সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে বাজেট বক্তব্য উপস্থাপন করেন।

২০১৮-১৯ অর্থবছরে এ দুই খাতে বরাদ্দ রাখা হয়েছিল ১৪ দশমিক ৬ শতাংশ। এমন বাড়তি বরাদ্দ দিয়ে শিক্ষাকে আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

কারিগরি এবং মাদ্রাসা-এই দুই শিক্ষার ওপরই একই সঙ্গে সুনজর রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে, যেখানে এই দুই ধরনের শিক্ষার জন্য মোট বরাদ্দ বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৭৫৮ কোটি টাকা থেকে সাত হাজার ৪৫৪ কোটি টাকা।  

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষকরা দীর্ঘ দিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। তাদের জন্য সুখবর হলো এমিপিওভুক্ত কার্যক্রমের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। 

২০১৯-২০ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উন্নয়নের জন্য নয় হাজার কোটি বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি অর্থবছরের উন্নয়ন বরাদ্দের তুলনায় ৫৪ শতাংশ বেশি। 

আবার এমন বরাদ্দ বাড়ার সাথে উচ্চ শিক্ষার শিক্ষার্থীরা যেন দেশের কাজে লাগে সেব্যাপারে অর্থমন্ত্রীর হয়ে বাজেট বক্তব্যে কিছু দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।