• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৯ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

একশটি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে ১ কোটি কর্মসংস্থান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ জুন ২০১৯  

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেটে সারাদেশে একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা বলেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি আরো বলেন, এর মাধ্যমে প্রায় এক কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী উপজেলায় ৩০ হাজার একর জমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’-এর নির্মাণ কাজ চলছে। এসব অর্থনৈতিক অঞ্চলের জন্য এ পর্যন্ত ১৫.১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।