• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৯ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

এ বাজেট জনকল্যাণমুখী ও বাস্তববাদী: রংপুর মেট্রোপলিটন চেম্বার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটকে জনকল্যাণমুখী ও বাস্তববাদী বলে অভিহিত করেছে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই বাজেটে রংপুরবাসীর প্রাণের দাবি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহে ৫’শ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন বলেন, এই অঞ্চলে শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহ জরুরি ছিল। রংপুরে গ্যাস আসলে শিল্পায়নের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন হবে। এছাড়া বাজেটে বেকার ভাতা, নদীভাঙন প্রতিরোধ, মানব সম্পদ উন্নয়নসহ নতুন খাতে প্রথমবারের মত বরাদ্দ প্রস্তাব যুগোপযোগী। কৃষি খাতে আনুপাতিক হারে বাজেট বৃদ্ধি না হওয়ায় এই অঞ্চলের বঞ্চনা বৃদ্ধির শঙ্কা রয়েছে বলে তিনি জানান। বাজেটে বেকারত্ব ঘোচাতে ১’শ কোটি টাকা, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১’শ কোটি টাকা বরাদ্দ দেয়ায় এ সরকার জনবান্ধব সরকার হিসেবে প্রমাণ করেছে।

স্থানীয় সরকার, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়ার ফলে দেশের অবকাঠমোগত উন্নয়ন ও দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। দেশের শিল্প ও ব্যবসা খাতকে এগিয়ে নিতে ব্যাংক ঋণের উপর সুদের হার সিঙ্গেল ডিজিটে রাখার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সামসুর রহমান কোয়েল, পরিচালক সাব্বির আহমেদ, আব্দুর রাজ্জাক, মোস্তফা জামান সুমন প্রমুখ।