• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

রিফাতের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৭ জুন ২০১৯  

বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন: রিফাত হত্যার ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। এর অর্থ এই নয় যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ঘটেছে। হত্যাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারে সরকারের কোনো নমনীয় অবস্থান নেই। মামলা বিচারাধীন আছে।

এসময় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন: খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করে কিন্তু তার মুক্তির জন্য আন্দোলন করে না। সাহস থাকলে বিএনপি তাদের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করে দেখাক।