• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

রোববার রংপুর আসছেন পুলিশের আইজিপি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০১৯  

রোববার দুই দিনের সফরে রংপুরে আসছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সফরকালে তিনি মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং এর সমাবেশ, র‌্যালি এবং অভিষেক অনুষ্ঠানসহ বেশকটি অনুষ্ঠানে যোগ দিবেন।

শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ আলতাফ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানােনা হয়, আইজিপি রোববার দুপুর ১২ টায় রেঞ্জের ওয়েব সাইটের উদ্বোধন করবেন। এরপর তিনি পুলিশ লাইন্স অডিটরিয়ামে রংপুর রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিবেন। বিকেল সাড়ে ৩ টায় নবনির্মিত পুলিশ সুপারের অফিস উদ্বোধন করবেন। এরপর মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং এর সমাবেশ ও র‌্যালিতে যোগ দিবেন।

পরদিন সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি আরপিএমপি’র ওয়েবসাইট, সিসিটিভি, কর্মবন্টনের উদ্বোধন করবেন। পরে আরপিএমপি’র কর্মকর্তাদের সাথে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিবেন তিনি। তিনি সৈয়দপুরে বিমান বন্দর থেকে সড়ক পথে রংপুরে আসবেন। সফর শেষ তিনি সৈয়দপুর থেকে বিমান যোগে ঢাকা গমন করবেন।

উল্লেখ্য, রংপুর পুলিশ সুপারের নতুন কার্যালয়টি ৬ কোটি ১৮ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তর এটি বাস্তবায়ন করেছে।