• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

রিফাতের খুনিদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে বাড়তি নজরদারি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০১৯  

বরগুনায় প্রকাশ্যে নৃশংসভাবে শাহনেওয়াজ রিফাতকে কুপিয়ে হত্যা মামলার আসামিরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি বাড়িয়েছে পুলিশ ও  বিজিবি। শুক্রবার (২৮ জুন) হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, এ মামলার প্রধান আসামি নয়ন বন্ডসহ অন্যরা যেন কোনওক্রমেই হিলি সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। এছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশকে সতর্ক থাকার জন্যও ম্যাসেজ দেওয়া হয়েছে। 

অপরদিকে এই অপরাধীদের ধরতে থানার ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। স্থানীয় জনগণকে হিলির কোথাও এদের দেখতে পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া জানান, সীমান্তে বিজিবি সবসময় সতর্ক অবস্থায় থাকে। তারপরেও যেন কোনও অপরাধী সীমান্ত অতিক্রম করে অবৈধপথে ভারতে যাতায়াত করতে না পারে সেজন্য আমরা সীমান্তে টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় চলাচলরত ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

গত বুধবার সকালে বরগুনা সরকারি কলেজ রোড এলাকায় ডিশ ব্যবসায়ী রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। ওই দিন বিকাল ৪টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রিফাত। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে তার বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।