• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

রংপুরে এসে যা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০১৯  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, রংপুরের জন্য আমরা অনেক বরাদ্দ দিয়েছি। যেসব স্কুলের অবস্থা বেশি ভালো না সেসব স্কুলের তালিকা করছি। আমরা জুলাই থেকে সেসবের উন্নয়নে কাজ শুরু করবো।

শুক্রবার রংপুরে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি এসময় মহানগরীর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো সঠিক তথ্য দিলে আমরা তৎক্ষনিক ব্যবস্থা নিবো। আমি এর আগে ডিজিএফআই ও এনএসআই’র রিপোর্ট নিয়ে দেখেছি কোনো প্রশ্নফাঁস হয়নি, সব গুজব। বাংলাদেশে আর প্রশ্নফাঁসের গুজব থাকবে না।’

এসময় তার সাথে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবির ও শরিফ মোহাম্মদ ফয়জুল কবির, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসার এবং রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ প্রমুখ।