• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

রিফাত হত্যার প্রতিবাদে রাস্তায় দাঁড়াল ছাত্রলীগ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার দুপুর ১২টার দিকে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মো. রইসুল আলম রিপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন সাবু, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, সাধারণ সম্পাদক তানভীর হোসাইন, সহ-সভাপতি ইলিয়াস আকন, আনিসুজ্জামান তুহিন, সিরাজ মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন সোহাগ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নয়ন বন্ড ও রিফাত ফরাজীর অত্যাচারে অতিষ্ঠ বরগুনার সাধারণ মানুষ। তাদের কারণে আতঙ্কিত বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের মাদক ব্যবসার কারণে বিপথগামী হচ্ছে বরগুনার তরুণ-তরুণীরা। এসব কারণে গত বছর নয়নের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বরগুনা জেলা ছাত্রলীগ। সেই সংবাদ সম্মেলনের সংবাদ দেশের প্রধান প্রধান গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও নয়নের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার খবর আমরা পাইনি। বরং একাধিক মামলা ও ছাত্রলীগের সংবাদ সম্মেলনের পরও নয়ন বরগুনায় বীরদর্পে ঘুরে বেরিয়েছে।

সমাবেশ থেকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।