• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বিরামপুরে শিশু আশিক হত্যায় সৎমাসহ তিনজনের রিমান্ড মঞ্জুর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯  


দিনাজপুরের বিরামপুরে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে তুলে নিয়ে শিশু আশিক রানা হৃদয়কে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রিমান্ড শুনানি শেষে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আনজুম আরা বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ জুন (রোববার) মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানা পুলিশের ওসি (তদন্ত) সোহেল রানা ওই তিন আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো নিহত শিশুটির সৎমা রোজিনা বেগম ও তার স্বামী আকরামুল ইসলাম এবং পিয়ারুল ইসলাম নামে একজন।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ওই দিন নিহত শিশুটির মা রোজিনা খাতুন তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ রাতেই তিন আসামিকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৯ জুন শনিবার রাতে বাবা মো. শাহিনুর ইসলাম ও সৎমা রোজিনা খাতুনের সঙ্গে দুই বছর আট মাস বয়সী শিশু আশিক রানা হৃদয় ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে বিছানায় শিশুসন্তান হৃদয়কে না পেয়ে চিৎকার করেন বাব-মা। সকালে হত্যাকারীরা এক প্রতিবেশীকে মোবাইল ফোনে জানায় আশিক রানা হৃদয়ের মরদেহ বাড়ির পাশে পাটখেতে আছে। পরে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।