• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ঝড়ো বাতাসের শঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ জুলাই ২০১৯  

আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘এই সময়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগর বিক্ষিপ্ত হয়ে উঠেছে। এ কারণে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতক সংকেত জারি করা হয়েছে’ মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।