• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

১৫ ভারতীয় সেনা কর্মকর্তার সস্ত্রীক বাংলাদেশ সফর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ জুলাই ২০১৯  


ভারতীয় সেনাবাহিনীর ১৫ জন তরুণ কর্মকর্তা সাত দিনের শুভেচ্ছা সফরে সস্ত্রীক বাংলাদেশে এসেছেন। সফরে তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি পরিদর্শন করবেন দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা।

শনিবার (৬ জুলাই) ভারতের কলকাতা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি বিমানে ঢাকায় পৌঁছে দলটি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ কর্মকর্তা শুভেচ্ছা সফরে সস্ত্রীক ভারতে গিয়েছিলেন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এবার ভারতীয় সেনাবাহিনীর তরুণ ১৫ অফিসার নিজেদের স্ত্রীদের নিয়ে বাংলাদেশে এসেছেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরণের সফরের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক আরও বেগবান হবে।