• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

রংপুরের উপজেলা চেয়ারম্যান ববি পেলেন বিশ্ব জনসংখ্যা দিবসের পদক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১২ জুলাই ২০১৯  

আবারও বিশ্ব জনসংখ্যা দিবসের পদক পেলেন রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে টানা সপ্তমবারের মতো এই পদক পেলে উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। ২০১৩ সাল থেকে তিনি এ পদক পেয়ে আসছেন।

বৃহস্পতিবার সিভিল সার্জন মিলনায়তনে তার হাতে এই পদক তুলে দেয়া হয়। 

এ দিন বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভারও আয়োজন করা হয়।

সভায় উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের চিত্র আজ চোখ খুললেই চোখে পড়ে। পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়াম্যানের যে পদক আমাকে প্রদান করা হবে এর কৃতিত্ব আমার নয়, সরকারে হয়ে মাঠ পর্যায়ে যারা দিনে রাতে রোদে বৃষ্টিতে জনগণের কাছে ছুটে যায় তাদের। 

পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালক(যুগ্ম সচিব) মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার(ভারপ্রাপ্ত) জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমদ, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সাফিয়া খানম, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, রংপুর জেলা সিভিল সার্জন ডা. আবু মো. জাকিরুল ইসলাম প্রমুখ।