• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

শেষ ইচ্ছে অনুযায়ী এরশাদের দাফন হবে ঢাকায়

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ আগামী মঙ্গলবার সামরিক কবরস্থানে দাফন করা হবে। তার ইচ্ছে অনুযায়ীই তাকে ঢাকায় দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রোববার সকাল পৌনে আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ। 

তার দাফনের বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু বলেন, ঢাকার সামরিক কবরস্থানে এরশাদের দাফন সম্পন্ন হবে। এরশাদের অন্তিম ইচ্ছাও ছিল এখানেই তাঁর কবর হবে।

এর আগে আজ বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে বেলা সাড়ে ১১টায় জাতীয়পার্টির কাকরাইল আফিসে নেয়া হবে। বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। রাতে তার মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হবে।

১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে তার মরদেহ রংপুরে নেয়া হবে। সেখানে রংপুর জেলা স্কুল মাঠ অথবা ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ নামাজে জানাজা হবে। ১৬ জুলাই বিকালে সামরিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।