• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

মঙ্গলবার রংপুর নেয়া হবে এরশাদের মরদেহ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  


আগামী মঙ্গলবার রংপুর নিজ শহরে নেয়া হবে জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ। জাতীয় পার্টির পক্ষ থেকে মরদেহ রংপুর নেয়ার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। 

রোববার সকাল পৌনে আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ (৮৯)।

এরশাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার আত্মীয় ও জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আখতার। এ ছাড়া আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

জাতীয় পার্টি সূত্র জানায়, আজ সকাল আটটায় এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং এরশাদের ছেলে শাদ এরশাদ সিএমএইচে যান। এখন এরশাদের মরদেহ সিএমএইচের মর্গে রাখা আছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, বাদ জোহর কেন্দ্রীয় সেনা মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এরশাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তাঁর মরদেহ হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে রংপুরে। সেখানে জানাজার পর মরদেহ নিয়ে আসা হবে ঢাকায়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু বলেন, ঢাকার সামরিক কবরস্থানে এরশাদের দাফন সম্পন্ন হবে। এরশাদের অন্তিম ইচ্ছাও ছিল এখানেই তাঁর কবর হবে।