• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

রংপুরের ‘পল্লী নিবাস’ এর শেষ দেখা হলো না এরশাদের

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

রংপুরের নির্মাণাধীন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি ‘পল্লী নিবাস’ এর কাজ তার নির্দেশে দ্রুত শেষ হওয়ার পথে থাকলেও সেখানে থাকা হলো না তার। 

নগরীর দর্শনা মোড়ে এরশাদের বাড়ি ‘পল্লী নিবাস’,  তার ইচ্ছেয় পুরোনো বাড়ি ভেঙে তিন তলা নতুন বাড়ি বানানোর কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে।

পৈত্রিক বাড়ি ‘স্কাই ভিউ’তে এরশাদ জাদুঘর গড়ে তোলার পরিকল্পনা করছেন জাতীয় পার্টির স্থানীয় নেতারা। স্বরচিত কবিতার মতো সাজানো এরশাদের রংপুরের পৈত্রিক নিবাস ‘স্কাই ভিউ’।  সাবেক রাষ্ট্রপতি সময় পেলেই এই বাড়িতে ছুটে আসতেন।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, এরশাদের ‘স্কাই ভিউ’ বাসভবনটিকে এরশাদ জাদুঘর করা হবে।  এরশাদের ভক্তরা চান, স্মৃতিবিজড়িত রংপুরেই তাকে সমাহিত করা হোক।

রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। তিনি ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।