• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

জনগণের সেবক হয়ে কাজ করুন: ডিসিদের রাষ্ট্রপতি 

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯  

ক্ষমতার অপব্যবহার না করে জনগণের প্রকৃত সেবক হয়ে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বিভাগ ও জেলার প্রশাসনিক প্রধানদের সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, আপনার কর্মস্থলে দায়িত্ব ও ক্ষমতার মধ্যে ব্যবধান বজায় রাখুন। ক্ষমতার অপব্যবহার করবেন না। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেবেন।

জেলা প্রশাসন কর্মকর্তাদের দক্ষ নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডিসিদের অবশ্যই জনগণের মৌলিক অধিকার পূরণে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে কার্যকর ও সঠিক নেতৃত্বদান করতে হবে।

গৃহায়ণ, শিক্ষা, শিল্প ভিত্তিক কৃষির সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, গ্যাস, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উল্লেখ করে রাষ্ট্রপতি উপজেলা ও উপ-শহরগুলোকে আধুনিক করে গড়ে তোলার জন্য প্রশাসকদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, যে কোনো ধরনের অনিয়ম এবং গণমানুষের দুর্ভোগ বন্ধ করাটা দুরূহ কাজ। এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মচারী ও লোক অসাধুপায়ে অর্থ উপার্জন করছে। তা দমন করতে হবে।  সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আপনাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদকের অপব্যবহার দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দেয় হচ্ছে।