• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখুন: প্রধানমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯  

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পিতভাবে গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০১৯ সালের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে কর্মকর্তারা তাদের উদ্ভাবনী প্রতিভা ব্যবহার করে দেশের উন্নয়নের জন্য নতুন প্রকল্প নিয়ে এগিয়ে আসবেন।

সরকার কর্মকর্তাদের বেতন এবং উন্নত আবাসন ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর বিনিময়ে তার সরকার বাংলাদেশের জনগণকে দারিদ্র্যমুক্ত ও সুন্দর জীবন উপহার দিতে তাদের (সরকার কর্মকর্তা) সহযোগিতা চায়।

তিনি বলেন, দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। কিন্তু তা আরও হ্রাস করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, যারা এক সময় বলতো বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ির মতো, তাদের দেশের চেয়েও বাংলাদেশের দারিদ্র্য হার কমপক্ষে এক শতাংশ কমিয়ে আনতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।