• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ঈদের আগে ভর্তুকি দিয়ে পেঁয়াজ বিক্রি করবে সরকার: টিপু মুনশি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯  

কোরবানি ঈদের আগে জনগণের কষ্ট কমাতে ভর্তুকি দিয়ে পেঁয়াজ বিক্রি করবে বাজার নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় সংস্থা টিসিবি। ঈদের আগে নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বুধবার সচিবালয়ের নিজ সভাকক্ষে আসন্ন ঈদের প্রস্তুতি সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। 

সভায় পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দাম বাড়ানো হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, পেঁয়াজ, আদা, রসুনসহ কয়েকটি মসলার দাম বেড়ে গেছে। এ কারণে কোরবানির আগে ভর্তুকি দিয়ে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হবে।

সভায় অংশগ্রহণ করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্ত, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগসমূহের প্রতিনিধিরা।

টিপু মুনশি বলেন, পেঁয়াজ, আদা-রসুনসহ যেসব জিনিসের দাম বেড়েছে সেসব আমদানির সুবিধার জন্য বন্দরগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া কোরবানির পশু পরিবহনে যাতে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয় সেজন্য, ট্রাক বা ট্রলারের সামনে সাইনবোর্ডে গন্তব্যের হাটের নাম লিখে রাখার পরামর্শ দেয়া হয়েছে। এতে পশু ব্যবসায়ীদের হয়রানি কমবে। এক হাটের গরু অন্য হাটে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না। বাণিজ্যমন্ত্রী বলেন, গত ঈদের আগে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। বাজার স্থিতিশীল ছিল। আশা করি কোরবানির ঈদেও বাজার স্থিতিশীল থাকবে।

প্রসঙ্গত, গত এক মাস ধরে চড়া নিত্যপণ্যের বাজার। বিশেষ করে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে এখন ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজি। মসলা জাতীয় পণ্য প্রতিকেজি রসুন ১৮০-২০০ এবং আদা ১৭০-১৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। চড়া এলাচ ও দারুচিনি মতো পণ্যের। ভোক্তাদের আশঙ্কা, কোরবানি ঈদ সামনে রেখে এসব পণ্যের দাম বাড়ানো হচ্ছে।