• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

গুজব ছড়ানোর দায়ে ফেনীতে আটক ১

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯  

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনার দায়ে ফেনী সদরের গোপালপট্টি থেকে শনিবার সন্ধ্যায় এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।
গ্রেফতার জাহিদ হাসান রনি ওই উপজেলার ধলিয়া ইউপির দৌলতপুরের ফয়েজ আহম্মেদের ছেলে।

র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার জাহিদ হোসেন রনি তার ফেসবুক আইডি থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও আইনশৃঙ্খলার অবনতি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও ছবি শেয়ার করে গুজব ছড়িয়েছেন। তার ফেসবুক টাইমলাইনে মসজিদ পোড়ানোর ছবি, পার্শ্ববর্তী দেশে মুসলমানদের নির্যাতন করে হত্যার ছবি ও পোস্ট পাওয়া গেছে।

এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী সদরের গোপালপট্টির ফয়েজ জুয়েলার্স থেকে তাকে গ্রেফতার করে হয়েছে। এ সময় দুটি আইফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।