• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ডেঙ্গু নিধনে দুই মেয়রকে জরুরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯  

ডেঙ্গু নিধনে জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নিতে ঢাকা সিটির দুই মেয়রকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে এডিস মশা দমনে কার্যকরী ওষুধ প্রয়োগ করতে বার্তা দিলেন তিনি। 

তিনি আরও বলেন, ডেঙ্গুকে সহজভাবে নিচ্ছে না সরকার। 

সরকারি হিসেবমতে, বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ৬শ’ ৭১ জন রোগী। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৭ হাজার ৮শ’ ৪৯ জন।

বছরের প্রথম ৫ মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে ওই তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।