• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

জাপান রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপান ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। তিনি বলেন, জাপান রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তারা টোকিওতে বাংলাদেশ ও মিয়ানমারকে ডেকে মধ্যস্থতা করতে চায়। 

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। 

জাপানের প্রস্তাবে ঢাকার অবস্থান কী জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রস্তাবটি বিবেচনা করবে।

এর আগে চীনও রোহিঙ্গা সমস্যা সামাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব করেছিল। এর ফলে জাপানের এ মধ্যস্থতা প্রস্তাবের সঙ্গে তাদের কোনও দ্বন্দ্ব হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় না। তাদের মধ্যে ঝগড়া থাকতে পারে। কিন্তু, আমরা আমাদের স্বার্থ দেখবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের বৈঠকে আমি উনাদেরকে বলেছি এখান থেকে রোহিঙ্গারা তাড়াতাড়ি না গেলে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। এখান থেকে তারা যত তাড়াতাড়ি যাবে, তত তাড়াতাড়ি জাপানে বাংলাদেশ ও মিয়ানমারের বিনিয়োগ সুরক্ষিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো আগামীকাল বুধবার (৩১ জুলাই) মিয়ানমারে যাবেন এবং সেখানে আমাদের (বাংলাদেশ) বক্তব্য এবং তার পর্যালোচনা তাদেরকে জানাবেন। মিয়ানমারে ননমিলিটারি পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তারা প্রস্তাবটির প্রশংসা করেছেন।

রোহিঙ্গা ক্যাম্পে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো সোমবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশে আসেন। মঙ্গলবার (৩০ জুলাই) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি।