• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

‘গুজব রটনাকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে’

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ আগস্ট ২০১৯  

হবিগঞ্জের লাখাই থানার ওসি মো. এমরান হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী গুজব রটনাকারীদের তথ্য সংগ্রহ করছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। কাউকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না।

বৃহস্পতিবার দুপুরে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজে ছেলেধরা ও গলাকাটা গুজব, মাদক, জঙ্গিবাদ বিরোধী এক সভায় এসব কথা বলেন তিনি।

সভায় কলেজের অধ্যক্ষ মো. জাবেদ আলীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা, গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

ওসি এমরান বলেন, সম্প্রতি পদ্মা সেতু, ছেলেধরা, গলাকাটা, বিদ্যুৎ না থাকা, প্রধানমন্ত্রীকে নিয়ে যেসব গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ গুজবে কান দেবেন না। বিভ্রান্ত হয়ে আইন হাতে তুলে নেবেন না। সবাই সচেতন হোন, সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানান।