• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে: কৃষিমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নকে ব্যাহত করার জন্যই একটি মহল গুজব ছড়াচ্ছে। এ সব গুজবের ব্যাপারে সবাই সোচ্চার থাকতে হবে।

রোববার টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফএর চাল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কৃষিকে লাভজনক করতে যান্ত্রিকীকরণ করে উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে মাথাপিছু ১৫ কেজি করে চাল বিতরণ শেখ হাসিনার উপহার। ঈদের দিন যাতে কেউ না খেয়ে থাকে এজন্যই শেখ হাসিনা এ ব্যবস্থা করেছেন।

ধনবাড়ী পৌরসভা চত্বরে পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউএনও আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, এএসপি কামরান হোসেন, প্রেস ক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কৃষি ও যোগাযোগ বিশেষজ্ঞ এসএস ফারহানা হোসেন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু প্রমুখ।