• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ডেঙ্গু প্রতিরোধে ৫৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয় মোট ৫৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মত বিনিময়ে তিনি এ তথ্য জানান। 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সাড়ে ৭ কোটি করে ১৫ কোটি বরাদ্ধ দেয়া হয়েছে। ঢাকার বাইরের সিটি কর্পোরেশনগুলোকে মোট ৮ কোটি টাকা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

তিনি আরো বলেন, এছাড়া সারাদেশের পৌরসভাগুলোকে মোট ৩০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। সবমিলিয়ে ডেঙ্গু প্রতিরোধে মোট ৫৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি।