• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

গুজব রটনাকারীরাও এক ধরণের জঙ্গি: তথ্য প্রতিমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৯  

বনানীর প্রাইমএশিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সুচিন্তার ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ শীর্ষক সেমিনারে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, অনেক ধরণের গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। অথচ তিনি ইনশাল্লাহ্ পুরোপুরি সুস্থ। দেশ সম্পর্কে, দেশের প্রধান সম্পর্কে নানা ধরণের গুজব ছড়ানো হচ্ছে। এই গুজব রটনাকারীরাও এক ধরণের জঙ্গি। এরাই ’৭৫-এর ঘাতক, ২১শে আগস্টের হামলাকারী, স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি। এরাই জঙ্গিবাদের মদদদাতা। নিজেরাও জঙ্গি।

জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, এরা সাইকোপ্যাথ। ইসলাম শব্দের অর্থ হলো- শান্তি। এখানে কোন সুযোগ নেই কাউকে হত্যা করার। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে, তাদের একটাই পরিচয় তারা জঙ্গি, সন্ত্রাসী, হত্যাকারী।’

সোমবার (৬ আগস্ট) অনুষ্ঠানে সুচিন্তার গবেষণা সেলের পক্ষ থেকে আশরাফুল আলম শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলাম ধর্মে জঙ্গিবাদ সমর্থন-অসমর্থন বিষয়ে মত বিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজ সারাবেলার সম্পাদক জব্বার হোসেন।