• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৯  

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা তার ত্যাগ, সংগ্রামের কারণে মানুষের মাঝে অমর হয়ে আছেন। তি‌নি বঙ্গবন্ধুর প্রেরণা ছি‌লেন।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। সভার আয়োজন করে বঙ্গমাতা পরিষদ নামের একটি সংগঠন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু জেলে থাকা ও তাঁর অনুপস্থিতিতে বুদ্ধি, সাহস, কৌশল ও উদ্দিপনা দিয়ে তাঁর জীবনে ছায়া সঙ্গী হিসেবে ছিলেন বঙ্গমাতা। নিজের জীবনকে উৎসর্গ করে তিনি বঙ্গবন্ধুর জীবনকে মসৃণ করেছেন। বঙ্গবন্ধুকে হাসিমুখে চিন্তাহীন করে গেছেন বেগম মুজিব।’

এসময় দেশের লেখকদের উদ্দেশ্য তিনি করে বলেন, ‘বঙ্গমাতাকে নিয়ে আপনারা একটি উপন্যাস লিখুন। যেখানে তার জীবনের সংগ্রাম ফুটে উঠবে।’

একই সভায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, ‘সবাইকে মারতে হবে। জন্ম এবং মৃত্যুর আসা যাওয়ার মধ্যে কিছু মানুষ মারা যাওয়ার পরেও অমর হয়ে থাকেন, তাদের মধ্যে শেখ ফজিলাতুন্নেসা মুজিব অন্যতম। তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন, তার সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অ্যাড. সাহারা খাতুন এমপি বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে সক্রিয় সহযোগিতা করেছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব। তিনি ছিলেন, আদর্শ মাতা, ভগ্নি। তিনি ছিলেন, শেখ মুজিবের উৎসাহ ও প্রেরণাদায়িনী। তার আদর্শ ও ত্যাগের কারণে জাতি তাকে বঙ্গমাতা উপাধি দিয়েছেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সাংবাদিক ফরিদা ইয়াসমিন, এম আনিসুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।