• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

পশুরহাটে জাল টাকা ঠেকাতে সতর্ক পুলিশ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯  

কোরবানিকে কেন্দ্র করে পশুরহাটে এরমধ্যে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার প্রতারক চক্র। অন্যদিকে জাল টাকার বিস্তার ঠেকাতে মাঠে সজাগ রয়েছে পুলিশ।

নগরীর বড় বড় সব পশুরহাটে এরমধ্যে জাল নোট শনাক্তকরণের মেশিন স্থাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলা পুলিশ। 

সূত্র বলছে, কোরবানির ঈদকে সামনে রেখে নগর ও জেলার ১৫ উপজেলায় ৬৩টি স্থায়ী এবং ১৪৬টি অস্থায়ী পশুর হাট বসেছে। এরমধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম পশুর হাট সাগরিকা পশুর বাজারসসহ নগরে আটটি পশুর হাট রয়েছে।

নগর ও জেলা পুলিশ সূত্র বলছে, জাল নোট প্রতিরোধে নগরীর স্থায়ী ও অস্থায়ী পশুরহাটে স্থাপিত পুলিশ ক্যাম্পে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। টাকা নিয়ে কারো সন্দেহ হলে ওই মেশিনে পরীক্ষা করে নিতে পারবেন। এছাড়া হাট ইজাদারাদারদেরও জাল নোট শনাক্তকরণ মেশিন রাখার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। 

পশুরহাটে নিরাপত্তা নিশ্চিতকরণ ও জাল টাকা রোধে সামগ্রিক ব্যবস্থা দেখতে নগরীর বেশ কয়েকটি পশুরহাট পর্যবেক্ষণ করেছেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান। এসময় তিনি হাটগুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন নিশ্চিত করতে ইজারাদারদের অনুরোধ করেন। একই সঙ্গে ও সংশ্লিষ্ট থানার ওসিদেরও নির্দেশ দেন। 

জাল টাকা রোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে আছে জানিয়ে চট্টগ্রাম এসপি নুরেআলম মিনা বলেন, উপজেলার বড় বড় হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন থাকবে। সে সঙ্গে জেলা পুলিশের একাধিক টিম জাল টাকা প্রতারক চক্রকে ধরতে মাঠে সক্রিয় রয়েছে। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট ফটিকছড়ি থানা পুলিশ ৬০ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করে। এ সময় পুলিশ উদ্ধার জাল টাকাসহ ঘটনাস্থল হতে আসামির একটি পাসপোর্ট ও আটটি সিম এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে থানা হেফাজতে নেয়।