• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কোরবানির বর্জ্য অপসারণে সবার সহযোগিতার আহ্বান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯  

দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সরকারকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, কোরবানির পশুর বর্জ্য নর্দমা ও যেখানে সেখানে ফেলার কারণে রোগ জীবাণু ছড়িয়ে মানুষকে আক্রান্ত করে। অতিরিক্ত বর্জ্যের চাপে ড্রেন বা নর্দমা বন্ধ হয়ে যাবার আশংকা থাকে। আবার অল্প বৃষ্টিতে নর্দমা আটকে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি যেন কোথাও সৃষ্টি না হয় সে জন্য সবাইকে কিছু সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

তথ্য বিবরণীতে বলা হয়, সরকার নির্ধারিত স্থানে ও পরিষ্কার জায়গায় পশু কোরবানি দিতে হবে। রক্ত শুকিয়ে যাওয়ার আগেই ধুয়ে ফেলতে হবে। মাটিতে গর্ত করে তার মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ মাটিচাপা দিতে হবে। বর্জ্য অপসারণ ও মাংস বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ ব্যবহার করাই উত্তম। পশুর হাড়সহ শক্ত বর্জ্য ও অন্যান্য উচ্ছিষ্ট যেখানে-সেখানে না ফেলে ব্যাগে ভরে সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় ফেলতে হবে।

নাড়িভুঁড়ি বা এ জাতীয় বর্জ্য কোনোভাবেই পয়ঃনিষ্কাশন নালায় ফেলা ঠিক নয়। নিজের ইচ্ছামতো যত্রতত্র কোরবানি না দিয়ে কয়েকজন মিলে একস্থানে কোরবানি দিলে বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা হয়। জীবাণু যাতে না ছড়ায় তার জন্য কোরবানির স্থানে ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক ছড়িয়ে দিতে হবে।

কোরবানির বর্জ্য তড়িৎ অপসারণে সরকার এরইমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়।