• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

দেখে আসুন, বাংলাদেশ-ভারত জয়েন্ট রিট্রিট সেরিমনি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

ভারত পাকিস্তান সীমান্তের ওয়াঘায় যৌথ রিট্রিট দেখতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা। সেই রকমই স্বাদ পেতে পারেন বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তে। জয়েন্ট রিট্রিট সেরিমনি সপ্তাহের মঙ্গলবার বাদে প্রতিদিন বিকাল টার সময় অনুষ্ঠিত হয়। তখনই সীমান্তের দরজা খুলে যায়। সঙ্গে শুধু জাতীয় পরিচয় পত্র রাখুন। নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন শুধু। প্রতিদিন শিলিগুড়ির দিক থেকে অনেক পর্যটক আসেন, কিন্তু তাঁদের অনেকে এখনো জানেন না যে, প্রতিদিন এই অনুষ্ঠান হয়।

সীমান্তে জয়েন্ট রিট্রিট সেরিমনি অনুষ্ঠানের বিগত ২৭ এপ্রিল ২০১৮ উদ্বোধন করেছিলেন, বাংলাদেশের বিজিবির মহাপরিচালক ভারতের বিএসএফ প্রধান।

বাংলাদেশ-ভারত জয়েন্ট রিট্রিট সেরিমনির এ অনুষ্ঠান দেখার জন্য কঠোর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ ভারতের লোকজন জিরো পয়েন্টে এসে এটি উপভোগ করেন। প্রতিদিন সন্ধ্যার আগে বাংলাবান্ধা সীমান্তে দুই দেশের পতাকা নামানোর সময় বিএসএফ বিজিবির যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত গাওয়া হয় অথবা বাশির করুন সুরে পতাকা নামানোর সময় উঠে দাঁড়ান দুই দেশের বিজিবি-বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা এবং উভয় দেশের সাধারণ জনগন কুচকাওয়াজ উপভোগ করেন।

জয়েন্ট রিট্রিট সেরিমনিতে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের যৌথ আয়োজনে প্যারেড অনুষ্ঠিত হয়।

পর্যটকদের স্বাগত জানাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী।