• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

মামলার পূর্ণাঙ্গ তথ্যচিত্র পাইনি: সিইসি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

বিএনপির ‘গায়েবি ও মিথ্যা’ রাজনৈতিক মামলার তালিকা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পূর্ণাঙ্গ তথ্যচিত্র আমরা পাইনি। সে কারণেই আমরা ব্যবস্থা নিতে পারিনি।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, বিএনপির পাঠানো তালিকা আমরা দেখেছি। তাদের পাঠানো প্রায় চার-পাঁচ হাজার লোকের একটি তালিকা পাঠিয়েছেন। সেই মামলাগুলো ২০১২, ২০১৩ ও ২০১৪ ও ২০১৫ সালের, যা তফসিলের আগে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, এগুলো হয়ে থাকলে সেগুলো বাদ দিতে হবে, আর যদি না হয়ে থাকে, তবে ভবিষ্যতে দয়া করে এগুলো করবেন না। আমি জানি আপনারা কাউকে হয়রানি করেন না।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয় জানতে বলা হয়নি। কোনো নাশকতামূলক এলিমেন্ট থাকলে সেটি করা যেতে পারে। তবে ফৌজদারি মামলায় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি ভিন্নকথা।