• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু ২৪ নভেম্বর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হবে আগামী ২৪ নভেম্বর। যা শেষ হবে আগামী ২৯ নভেম্বর।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতি বছরের ন্যায় ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে। সেবা ও প্রচার সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি; প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা নিশ্চিত করি।’

তিনি জানান, এই সেবা সপ্তাহে প্রতিদিন মাঠ পর্যায়ের প্রতিটি সেবা কেন্দ্রে পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। এজন্য পর্যাপ্ত পরিমাণ লজিস্টিকস, অপারেটিং সার্জন, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ এরইমধ্যে নিশ্চিত করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের দেশ আয়তনে অনেক ছোট। কিন্তু জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। যদি দেশের সব সক্ষম দম্পতিদের মাঝে পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সেবাপ্রাপ্তির সহজ সুযোগ সৃষ্টি করা যায় তবে কর্মসূচিতে বিদ্যামান চ্যালেঞ্জগুলো অনেকাংশেই উত্তরণ করা সম্ভব। এজন্য আমাদের মানসম্মত স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করতে হবে।